Alumni Reunion Registration Form


আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তিতে 
প্রাক্তন ছাত্র পূনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফর্ম

সম্পূর্ণ বিষয় ভালোভাবে অবগত হয়ে ফর্মটি পূরণ করার অনুরোধ রইলো।

১। প্রথম ধাপ: Alumni Information ফর্ম ফিলাপ করা।

যারা পূর্বে ছবি সহ ফর্ম পূরন করেছেন তাদের নতুন করে করার দরকার নেই। 

নিম্নের দুটি ফর্ম থেকে যেকোনো একটি ফর্ম পূরণ করুন: 

প্রথম ফর্ম (ছবি সহ): ইমেইল দিয়ে লগইন করতে হবে।

1st Form Link: https://forms.gle/axVqS84PjiNGjtR99 

দ্বিতীয় ফর্ম (ছবি ছাড়া): কোনো প্রকার লগইন দরকার নেই।

2nd Form Link: https://forms.gle/biXLpvCBxGVgRmfp8 

নোট: যদি ছবি ছাড়া ফর্ম পূরণ করেন, তবে পুনর্মিলনী বইয়ে আপনার ছবি প্রকাশিত হবে না। তাই প্রয়োজনে অ্যাডহক কমিটিতে থাকা আপনার ব্যাচের বন্ধুদের সহায়তা নিয়ে প্রথম ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হলো।


২। দ্বিতীয় ধাপ: পেমেন্ট করা

নির্ধারিত ফিঃ ২৫০০ টাকা

নির্ধারিত টাকা "০১৯১১৭৮" নাম্বারে বিকাশ করতে হবে।

টাকা পাঠানোর পর বিকাশ থেকে প্রাপ্ত Transaction ID সংরক্ষণ করুন।


৩। তৃতীয় ধাপ: বিকাশ করার পর নিম্নের 

"Payment Confirmation Form" ফর্মটি পূরণ করুন

যা লাগবে: নাম, ব্যাচ, এবং Bkash Transaction ID এর শেষ চার ডিজিট।

নিচের ছবিতে বিকাশের Transaction ID লাল চিহ্নিত করা হয়েছে।


Payment Confirmation Form


উপরের ফর্মটি পূরণ করার কিছুক্ষণের মধ্যেই নিম্নের "Payment Receive and Verification List" এ আপনার তথ্য দেখতে পাবেন (ওয়েব পেজটি রিফ্রেশ করুন)।

পরবর্তীতে (২/১ দিনের মধ্যে) একজন এডমিন আপনার পেমেন্ট যাচাই করবেন এবং সঠিকভাবে জমা হলে পাশে Received লেখা দেখতে পাবেন।

পেমেন্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় হেল্পলাইন নম্বরে ফোন করুন।


 Payment Receive and Verification List 


সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: Alumni Information ফর্ম ফিলাপের সাথে সাথেই কি ওয়েবে প্রকাশিত হবে?
উত্তর: না। এডমিন আপনার তথ্য যাচাই করে তারপর ওয়েবে প্রকাশ করবেন।

প্রশ্ন: আমি একবার Alumni Information ফর্ম ফিলাপ করেছি, রেজিস্ট্রেশনের জন্য কি আবার করতে হবে?
উত্তর: না।

প্রশ্ন: আমি আমার তথ্য আপডেট করতে চাই বা ছবি পরিবর্তন করতে চাই, কীভাবে করব?
উত্তর: যে কোনো তথ্য পরিবর্তনের জন্য আবার নতুন করে ফর্ম ফিলাপ করুন।

প্রশ্ন: বিকাশ থেকে প্রাপ্ত Transaction ID হারিয়ে গেছে, কী করণীয়?
উত্তর: যত দ্রুত সম্ভব আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করুন।


No comments:

Post a Comment