কীর্তিমান আরমানিটোলিয়ান
মুক্তিযুদ্ধের বীর সেনানী আমাদের গর্ব
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পদক প্রাপ্ত আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দ :
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পদক প্রাপ্ত আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দ :
১। লেঃ জেনারেল (অবঃ) মীর শওকত আলী, বীর উত্তম
(স্বীকৃতি প্রদান কালে তিনি
মেজর পদে অধিষ্ঠিত ছিলেন) সাবেক খাদ্য মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
২। মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর (মরহুম), বীর উত্তম
(স্বীকৃতি প্রদান কালে তিনি মেজর পদে অধিষ্ঠিত ছিলেন)
৩। এয়ার ভাইস-মার্শাল (অবঃ) সুলতান মাহমুদ, বীর উত্তম
৩। এয়ার ভাইস-মার্শাল (অবঃ) সুলতান মাহমুদ, বীর উত্তম
(স্বীকৃতি প্রদান কালে তিনি
স্কোয়াড্রন লীডার পদে অধিষ্ঠিত ছিলেন) পরবর্তীতে তিনি বাংলাদেশ বিমান
বাহিনীর প্রধান হন।
৪। ব্রিগেডিয়ার মহসিন উদ্দিন আহমেদ (মরহুম), বীর উত্তম
৪। ব্রিগেডিয়ার মহসিন উদ্দিন আহমেদ (মরহুম), বীর উত্তম
(স্বীকৃতি প্রদান কালে তিনি ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত ছিলেন)
৫। মেজর (অবঃ) মেহেদী আলী ইমাম (মরহুম), বীর উত্তম
৫। মেজর (অবঃ) মেহেদী আলী ইমাম (মরহুম), বীর উত্তম
(স্বীকৃতি প্রদান কালে তিনি
ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত ছিলেন) চেয়ারম্যান, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন
কর্পোরেশন।
আমাদের অহংকার কৃতি ছাত্র
দু'জন আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেনঃ
১। ডাঃ মাহফুজ-উল-হক ১৯৪৬ সন
২। জনাব মনযূর-উল-করীম ১৯৫২ সন
দু'জন আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেনঃ
১। ডাঃ মাহফুজ-উল-হক ১৯৪৬ সন
২। জনাব মনযূর-উল-করীম ১৯৫২ সন
উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র
১। আব্দুস সাদেক, হকি খেলোয়াড়
২। প্রণব মুখার্জি, ভারতের ১৩তম রাষ্ট্রপতি
৩। বশির আহমেদ, হকি, ফুটবল, অ্যাথলেটিক্স এবং ক্রিকেট খেলোয়াড়, পরে রেফারি, কোচ, আম্পায়ার এবং অলিম্পিক সংগঠক
৪। ফজলুর রহমান খান, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং স্থপতি
৫। মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য
৬। নুরুদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য।
জনাব মনযূর উল করীম
জনাব মনযূর উল করীম, জন্মগ্রহণ করেন ঢাকায় ১৯৩৬ সালের ৯ ফেব্রুয়ারি। ১৯৫২ সালে অনুষ্ঠিত ম্যাট্রিকুলেশন পরীক্ষায় সমগ্র বাংলাদেশে (তদানিন্তন পূর্ব পাকিস্তান) মেধা তালিকায় রেকর্ড গড়ে তিনি প্রথম স্থান অর্জন করে আরমানিটোলা গভর্ণমেন্ট হাই স্কুলকে গৌরবদীপ্ত করেন।
আমাদের অগ্রজ মনযূর উল করীম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, যোগাযোগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ ১৯ বছর বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে স্কাউটিংয়ের উন্নয়ন ও সম্প্রসারেণে অনন্য অবদান রাখেন। জনাব মনযূর উল করীম বিশ্ব স্কাউট সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের সভাপতি হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন। তাঁর কাজের স্বীকৃতি হিসেবে বিশ্ব স্কাউট সংস্থার সর্বোচ্চ অ্যাওয়ার্ড “ব্রোঞ্জ উলফ” এবং বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ব্যাঘ্র” লাভ করেন।
৪ ডিসেম্বর ২০১৭ সালে ৮১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। আরমানিটোলা গভর্ণমেন্ট হাই স্কুলের কীর্তিময় চার যুগ পূর্তির প্রাক্কালে আমরা গর্বিত শির আরমানিটোলিয়ান পরিবার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে আমাদের কীর্তিমান অগ্রজ মনযূর উল করীম স্যারকে স্মরণ করছি।
Written by:
Muhammad Arifur Rahman
Batch - 1990
Writer and Researcher
No comments:
Post a Comment